জাতীয়

প্রধানমন্ত্রী বলে কথা!

প্রধানমন্ত্রী বলে কথা। তার নামে নির্মিত ৫শ' শয্যার হাসপাতালে নামের বানান কী ভুল থাকতে পারে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এ প্রতিবেদন প্রকাশের ২৪ ঘণ্টা না পেরুতেই শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বাংলা ও ইংরেজি উভয় বানান ঠিক করা হয়েছে।

Advertisement

১৮তলা সুউচ্চ ভবনের ওপরে এখন জ্বলজ্বল করে সঠিক বানান শোভা পাচ্ছে। মঙ্গলবার বিকেলে সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, প্রতিবেদন চোখে পড়ার পর কর্তৃপক্ষের টনক নড়ে। তারা দ্রুত সংশ্লিষ্টদের ডেকে নামফলক ঠিক করার নির্দেশ দেন। কার গাফিলতিতে এমনটা হলো তাও খুঁজে দেখা হচ্ছে। তিনমাস আগে প্রধানমন্ত্রী রাজধানীর চাঁনখারপুলে ৯১২ কোটি টাকা ব্যয়ে বিশ্বের সর্ববৃহৎ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট উদ্বোধন করেন। তবে কার্যক্রম এখনও চালু হয়নি।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘এটি চালুর ফলে আগুনে পোড়াসহ বিভিন্নভাবে দগ্ধদের চিকিৎসার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে।’ কিন্তু তিন মাসেও পোড়া রোগীদের চিকিৎসা এখানে শুরু করা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত এ হাসপাতালটির জন্য পৃথক বিদ্যুৎ স্টেশন স্থাপন, চিকিৎসক ও নার্সসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ, যন্ত্রপাতি স্থাপন করা সম্ভব না হওয়ায় সহসা চালু হচ্ছে না। আরও কয়েক মাস পোড়া রোগীদের চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটেই করতে হবে। দেড়শ শয্যার এ হাসপাতালটিতে দুই থেকে আড়াইগুণ বেশি রোগী রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্থাপিত ৫শ’ শয্যার ইনস্টিটিউট চালু হলে চাপ কিছুটা কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Advertisement

২০১৫ সালের ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫শ’ শয্যার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নির্মাণের অনুমোদন পায়। ২০১৬ সালের ৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁনখারপুলে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২৭ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এর নির্মাণকাজ শুরু করে। বহুতলবিশিষ্ট এ ইনস্টিটিউটের মাটির নিচে তিনতলা বেজমেন্ট। সেখানে গাড়ি পার্কিং ও রেডিওলজিসহ আরও কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার বিভাগ রাখা হচ্ছে।

ইনস্টিটিউটে ৫০০ শয্যা, ৫০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট, ১২টি অপারেশন থিয়েটার ও অত্যাধুনিক পোস্ট অপারেটিভ ওয়ার্ড থাকছে।

এমইউ/জেএইচ/আরআইপি

Advertisement