জাতীয়

সংস্কৃতি প্রতিমন্ত্রীর প্রত্নতত্ত্ব ও আর্কাইভস অধিদফতর পরিদর্শন

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রত্নতত্ত্ব অধিদফতর এবং আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতর পরিদর্শন করেছেন। আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধিভুক্ত এই প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।

Advertisement

প্রথমে প্রতিমন্ত্রী প্রত্নতত্ত্ব অধিদফতর পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে অধিদফতরের মহাপরিচালক আলতাফ হোসেন তাকে স্বাগত জানান। এরপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সভাকক্ষে তাকে অধিদফতরের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়। এসময় জানানো হয়, বর্তমানে প্রত্নতত্ত্ব অধি অধিদফতরের আওতাধীন দেশে সংরক্ষিত প্রত্নস্থল রয়েছে ৪৯৬টি এবং প্রত্নতাত্ত্বিক জাদুঘর রয়েছে ১৯টি।

প্রতিমন্ত্রী প্রত্নতত্ত্ব অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন এবং দেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত আরও নতুন নতুন প্রত্নস্থলকে সংরক্ষণের আওতায় আনার নির্দেশ দেন। এছাড়া তিনি প্রত্নতত্ত্ব অধিদফতরের প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন।

পরে প্রতিমন্ত্রী আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতর পরিদর্শন করেন। সেখানে তিনি অধিদফতরের কার্যক্রম জোরদার করণের নির্দেশ দেন। বিশেষ করে আর্কাইভস ভবন নির্মাণ বেগবানকরণ এবং কোনো মূল্যবান আরকাইভাল সামগ্রী যাতে বিনষ্ট না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।

Advertisement

উল্লেখ্য, প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে প্রত্নতত্ত্ব এবং আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমইউ/এমএমজেড/এমকেএইচ