দেশজুড়ে

প্রকৌশলীকে গ্রেফতারের দাবিতে জামালপুরে মানববন্ধন

জামালপুরে সাংবাদিক লাঞ্চনাকারী প্রকৌশলী নূরুল ইসলামকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জামালপুরের কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলায় কর্মরত সকল স্তরের সাংবাদিকরা অংশ নেয়।মানববন্ধন বক্তারা বলেন, প্রকৌশলী নূরুল ইসলাম দরিদ্র মানুষের শিক্ষা ও চিকিৎসা সেবার নামে আমেরিকা থেকে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে হাসিল ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেন। বিনা পয়সায় শিক্ষা ও চিকিৎসা সেবার নামে ট্রাস্ট গঠন করলেও তিনি এই প্রতিষ্ঠানটিকে লাভজনক ব্যবসা হিসেবে চালাচ্ছেন।তারা আরও বলেন, গত শুক্রবার তিনি দলবল নিয়ে শহরের বিশিষ্ট রাজনীতিক ও আইনজীবী মরহুম অ্যাডভোকেট নজরুল ইসলাম দুলুর বাসভবনে হানা দিয়ে তার এতিম ছেলে ও পুত্র বধূকে জোরপূর্বক বের করে দিয়ে বাড়িটি দখলে নেয়ার চেষ্টা করেন। খবর পেয়ে এটিএন বাংলা প্রতিনিধি লুৎফর রহমান, সময় টিভির জাহাঙ্গীর আলম, মাছরাঙ্গা টিভির প্রতিনিদি মাহফুজুর রহমানসহ একদল সাংবাদিক সেখানে গেলে প্রকৌশলী নূরুল ইসলাম ও তার লোকজন কর্তব্যরত সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল ও লাঞ্চিত করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন- জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, জামালপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ রায়হান, কালেরকণ্ঠ ও বিটিভি প্রতিনিধি মোস্তফা বাবুল, দৈনিক পল্লীকণ্ঠ সম্পাদক নূরুল হক জঙ্গী, আজকের জামালপুর সম্পাদক এম,এ জলিল, সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, এশিয়ান টিভি ও খবর প্রতিনিধি আব্দুল জলিল, বাংলাভিশন প্রতিনিধি জাহিদ হাবিব, সময় টিভির জাহাঙ্গীর আলম, চ্যানেল২৪ ও সমকাল প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, সংস্কৃতিকর্মী কবি সাযযাদ আনসারী, সৈয়দ তানভীর আহমেদ, ছাত্র ইউনিয়ন সভাপতি  মারুফ আহমেদ খান মানিক প্রমুখ।

Advertisement