দেশজুড়ে

শহীদ আলাউদ্দিনের নামে লেবুখালী সেতুর নামকরণের দাবি

বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নানা আয়োজনে ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে বরিশালে শহীদ আলাউদ্দিনকে স্মরণ করা হয়েছে।

Advertisement

সোমবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে রক্ষিত শহীদ আলাউদ্দিনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ, শহীদ আলাউদ্দিনের শিক্ষা প্রতিষ্ঠান একে স্কুলের শিক্ষক শিক্ষার্থী, আলাউদ্দিনের পরিবার ও কলাপাড়াবাসী, বরিশাল জেলা কমিটি, গণ ফোরাম, কমিউনিস্ট পার্টি, শহীদ আসাদ পরিষদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের আহ্বায়ক খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- গণফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট হিরণ কুমার দাস, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নীলু ও বাসদের জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৬৯ সালে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান ও তার গভর্নর মোনায়েম খানের পদত্যাগ এবং আগরতলা ষড়যন্ত্র মামলা বাতিলের দাবিতে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৪৪ ধারা উপেক্ষা করে ১১ দফা বাস্তবায়নের দাবিতে বরিশালে মিছিল বের করে। মিছিলে যোগ দিয়েছিল নবম শ্রেণির ছাত্র আলাউদ্দিন। নগরীর পলিটেকনিক কলেজ হয়ে মিছিলটি যখন সদর রোডে আসে তখন দুই দিক থেকে মিছিলে গুলি চালায় ইপিআর। গুলিতে নবম শ্রেণির ছাত্র আলাউদ্দিন শহীদ হন।

Advertisement

বক্তরা আরও বলেন, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে গণ-আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নেয়, যাদের পথ ধরে আসে মুক্তিযুদ্ধ, তাদের আমরা স্মরণ করছি। তাদের চেতনায় গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আলাউদ্দীনের স্মৃতি ধরে রাখতে বরিশাল-পটুয়াখালীর সীমান্তে লেবুখালী সেতুটি আলাউদ্দীনের নামে নামকরণের দাবি জানাই।

সাইফ আমীন/এএম/পিআর