গণমাধ্যম

সাংবাদিক পথিক সাহার ৮ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সাবেক প্রধান প্রতিবেদক পথিক সাহার অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৯ জানুয়ারি মঙ্গলবার। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে রাজপথের সাহসী ছাত্রনেতা অকালপ্রয়াত এ সাংবাদিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার ও সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদ মানিকগঞ্জ তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া পথিক সাহা স্মৃতিপদক প্রদান উপলক্ষে ফেব্রুয়ারি মাসে ঢাকায় পৃথক আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Advertisement

প্রয়াতের পৈতৃক নিবাস মানিকগঞ্জের গড়পাড়া-গাঙ্গুলীনগর গ্রামে পারিবারিক কর্মসূচির মধ্যে রয়েছে ২৯ জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শ্রীমদ্ভাগবৎ পাঠ, ৩০ জানুয়ারি, বুধবার দুপুর দেড়টায় শ্র শ্রী মহাপ্যভূর ভোগরাগ ও প্রসাদ বিতরণ এবং ৩১ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ‘শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা’।

একইদিন সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদের উদ্যোগে দুপুর ২টায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের সাবিস মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধে মানিকগঞ্জের ভূমিকা’ শীর্ষক আন্তবিদ্যালয় বক্তৃতা প্রতিযোগিতা, বিকেল ৫টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদের সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, কবি ও লেখক ড. নূহ-উল আলম লেনিন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

Advertisement

প্রসঙ্গত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক পথিক সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১১ সালের ২৯ জানুয়ারি ভোরে রাজধানীর লালমাটিয়ায় এশিয়াটিক কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে মাত্র ৪৫ বছর বয়সে মারা যান।

এফএইচএস/এসএইচএস/আরআইপি