দেশজুড়ে

যশোরে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

যশোরে বিজিবির নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাপড় ও মালামাল উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রাম থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নেতৃত্বে টাস্কফোর্স অভয়নগর উপজেলার বুইকারা গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওই গ্রামের সরকারি কবরস্থানের পাশের একটি বাড়ি থেকে ৪ হাজার ৬৭৪ পিস ভারতীয় শাড়ি, ৪৫২টি থ্রি-পিস, ১৫২টি শার্টের থান কাপড়, ৫০৮ কেজি চা পাতা ও ২৬ কেজি জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৪শ টাকা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক মালামাল বেনাপোল শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। মিলন রহমান/এমজেড/পিআর

Advertisement