সাভারে রানা প্লাজা ট্রাজেডি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন নজরুল ইসলাম খান। ছবিতে আলোচিত গার্মেন্টস কর্মী ‘রেশমা’ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার বিপরীতে কাজ করেছেন সাইমন। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ৪ সেপ্টেম্বর। কিন্তু সোমবার রানা প্লাজা’র প্রদর্শনীতে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। হঠাৎ এই বাঁধা পেয়ে হতাশা প্রকাশ করেছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠানসহ কলাকুশলীরা।এদিকে জাগো নিউজের আদালত প্রতিবেদক জানান, এ চলচ্চিত্রের নির্মাতা হাইকোর্টের বেশ কিছু নির্দেশ অমান্য করেছেন। সে জন্য চলচ্চিত্রটির মুক্তি স্থগিত করতে সোমবার আদালতে রিট আবেদন করেন আইনজীবী ব্যারিস্টার মো. মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। সেই আবেদনের প্রেক্ষিতেই চলচ্চিত্রটির প্রদর্শনী ও সম্প্রচারে ছয়মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্র জানায়, ছবিতে কিছু কাহিনী চিত্র আছে যে গুলো বাদ দিতে পর্যবেক্ষণ দিয়েছিলেন আদালত। কিছু বিভৎস দৃশ্য, রেশমাকে ১৭ দিনে উদ্ধারের চিত্র, রেশমা নাম ব্যবহার বাদ দেয়া, সেনাবাহিনীর দায়িত্ব পালন, টিভির ভিডিও ফুটেজ ব্যবহার না করতে সেন্সর বোর্ডকে নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু আদালতের সে আদেশ মানেননি রানা প্লাজার নির্মাতা ও প্রযোজক। তাই ছয়মাসের এই নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো এই ছবিকে।’ জানা গেছে, নির্মাতা নজরুল ইসলাম খান ছবিটির মুক্তি নিশ্চিত করতে উচ্চ আদালতে রিট করবেন। তিনি আইনি প্রক্রিয়াতেই রানা প্লাজাকে দর্শকদের সামনে নিয়ে আসতে চান।এলএ/পিআর/এএ
Advertisement