জাতীয়

একনেকের বৈঠকে ৮ প্রকল্প অনুমোদন

২ হাজার ৮৮৭ কোটি ২৮ লাখ টাকার ৭টিই নতুন প্রকল্পেসহ মোট ৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্বে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে একনেক সভায় এ ৮টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত প্রকল্প ৮টির প্রাক্কলিত মোট অর্থের মধ্যে সরকারি খাত থেকে ১ হাজার ৩শ ৮৩ কোটি ৪৮ লাখ টাকা, প্রকল্প সাহায্য ১ হাজার ৪শ ৯৭ কোটি ৯ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৬ কোটি ৭১ লাখ টাকা।একনেক সভায় সড়ক নিরাপত্তা জোরদার করতে ইম্প্রুভমেন্ট অব রোড সেফটি অ্যাট ব্ল্যাক স্পটস অন ন্যাশনাল হাইওয়ে শীর্ষক প্রকল্পটি অনুমোদিত হয়।সম্পূর্ণ সরকারি অর্থায়নে ১শ ৬৫ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে জুলাই ২০১৪ হতে জুন ২০১৬ পর্যন্ত। প্রকল্পটির মাধ্যমে দেশের জাতীয় মহাসড়কের ১৪৪টি দূর্ঘটনাপ্রবন স্থান তথা ব্ল্যাক স্পট এর সড়ক সংস্কার ও উন্নয়নের মাধ্যমে দেশের সড়ক নিরাপত্তা জোরদার করা হবে।পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পটি নিয়ে জানান, এ প্রকল্পের আওতায় মহাসড়কের ইন্টারসেকশন উন্নয়ন, পথচারি ক্রসিং এর উন্নয়ন, সড়ক বাক সরলীকরণ, দৃষ্টি প্রতিবন্ধকতা অপসারণ, সাইন, সিগন্যাল ও রোড মার্কিং স্থাপন ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করা হবে।শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল,শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী  আনিসুল ইসলাম মাহমুদ, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ,বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement