রাজবাড়ীর দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
Advertisement
রোববার রাত ১১টার দিকে বাস টার্মিনালের পলাশ ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজবাড়ী পৌর ধুঞ্চী গ্রামের সিদ্দিক শেখের ছেলে হৃদয় শেখ (২৫) ও একই এলাকার রজব আলীর ছেলে শান্ত (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় ও শান্ত ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে মহাসড়কে ওঠেন। এমন সময় রাজবাড়ী থেকে গোয়ালন্দের দিকে যাওয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়েছে।
Advertisement
রুবেলুর রহমান/এফএ/এমএস