ফিচার

আজকের জোকস : ২৫ আগস্ট ২০১৫

এক বউপেটানো লোকের একদিন শখ হলো তার বউকে ইচ্ছামত পেটাবে। কিন্তু বিনা কারণে তো আর মারা যায় না। তাই তিনি দোষ খুঁজতে লাগলো। কিন্তু বউয়ের কোনো দোষ খুঁজে পাওয়া গেল না। একদিন তিনি বাইরে থেকে বাড়ি ফিরে এসে দেখতে পেলো বাড়ির বারান্দায় একটি কুকুর শুয়ে আছে। তাই দেখে তিনি লাঠি নিয়ে বউকে ইচ্ছামত পেটালো। পিটুনি খেয়ে বউ কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো, `তুমি আমাকে মারলে কেন? আমি কি দোষ করেছি?` স্বামী বললো, `কুত্তাটা এতক্ষণ ধইরা বারান্দায় শুইয়া আছে, হেতেরে বালিশ দিস নাই ক্যান!`***এক কবুতর একটু নিচু হয়ে উড়ছিলো। হঠাৎ এক গাড়ির সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল।এক লোক তাকে নিয়ে গিয়ে খাঁচায় রাখলো। যখন কবুতরের জ্ঞান ফিরল, তখন সে খাঁচার ভিতর নিজেকে দেখে বললো, `হায় আল্লাহ! আমি জেলে! গাড়িওয়ালা কি মারা গেছে নাকি!`***স্বামী-স্ত্রী কেনাকাটা করতে গেছে। স্ত্রী যা দেখে তাই কেনে। স্বামীর গম্ভীর ভাব আন্দাজ করে স্ত্রী বললো, দেখ, আজ কী সুন্দর চাঁদ উঠেছে! স্বামী তখন রেগে গিয়ে বললো, ওটাও কি কিনে দিতে হবে নাকি?***একটা লোক অনেক কষ্টে তার বউকে ইংরাজী শেখানোর চেষ্টা করছে। অনেক দিন শেখানোর পর একদিন তার বউ তার জন্য দুপুরবেলা খাবার নিয়ে এসে বললো, `ডিনার এনেছি। খেয়ে নাও।` লোকটি তখন খুব রেগে গিয়ে বললো, `তোমাকে এতদিন ধরে এই ইংরাজী শেখালাম? এখন বলছো ডিনার?` বউ উত্তর দিলো, `তুমি নিজেই কিছু জানো না। এটা কাল রাতের বাসি ভাত!` # আজকের জোকস : ২৪ আগস্ট ২০১৫# আজকের জোকস : ২৩ আগস্ট ২০১৫# আজকের জোকস : ২২ আগস্ট ২০১৫#আজকের জোকস : ২১ আগস্ট ২০১৫# আজকের জোকস : ২০ আগস্ট ২০১৫ এইচএন/এমএস

Advertisement