অর্থনীতি

৫% সুদে গৃহঋণ বিতরণ শুরু রূপালী ব্যাংকের

সরকারি চাকরিজীবীদের আবাসন সমস্যা সমাধানে ৫ শতাংশ সুদে গৃহ নির্মাণ ঋণ বিতরণ শুরু করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। রোববার ব্যাংকটির এলিফ্যান্ট রোড শাখার মাধ্যমে এ ঋণ বিতরণ শুরু হয়েছে।

Advertisement

কৃষি মন্ত্রাণালয়ের ডেপুটি সেক্রেটারি মো. আল মামুনের অনুকূলে ঋণের চূড়ান্ত অনুমোদন প্রদানের মধ্য দিয়ে সর্বপ্রথম ঋণ বিতরণ কার্যক্রম শুরু করল ব্যাংকটি।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আতাউর রহমান প্রধান ঋণের পে-অর্ডার গ্রাহকের কাছে হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের এমডি বলেন, সরকারি সিদ্ধান্তের আলোকে রূপালী ব্যাংক লিমিটেড অগ্রাধিকার ভিত্তিতে সরকারি চাকরিজীবীদের গৃহ নির্মাণ ঋণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংকই সর্বপ্রথম সরকারি চাকরিজীবী গৃহনির্মাণ ঋণের টাকা বিতরণ করল বলে তিনি জানান।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. মোরশেদ আলম খন্দকার, বেলায়েত হোসেন, জিএম মো. শফিকুল ইসলাম, মো. শওকত আলী, ডিজিএম মো. শাহেদুর রহমান ও শাখা ব্যবস্থাপক মো. ইলিয়াস হোসেনসহ ব্যাংকের অন্য কর্মকর্তারা।

এসআই/জেডএ/পিআর