প্রবাস

প্রবাসীদের স্বার্থ সংসদে তুলে ধরার আহ্বান আয়েবার

ইতালির কাতানিয়ায় প্রবাসীদের সর্ব বৃহৎ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার ১৫তম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ জানুয়ারি সিসিলি দ্বীপের অন্যতম শহর কাতানিয়ার শেরাটন হোটেলের পেগাসো বল রুমে সকাল দশটায় এ সভা আয়োজিত হয়।

Advertisement

অনুষ্ঠানের প্রথম পর্ব উদ্বোধন করেন রোম দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ইতোমধ্যে অবগত

হয়েছি আয়েবা ২০১২ সালে আত্মপ্রকাশ করে। প্রবাসীদের সঙ্গে যোগসূত্র করতে আয়েবা ধারাবাহিক ভাবে করে যাচ্ছে। এটা নিঃসন্দেহেএকটি ভালো উদ্যোগ তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আয়েবার সভাপতি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন বলেন, প্রবাসীদের কথা আমরা সংসদে গিয়ে বলতে চাই।

তিনি আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার হয়তো প্রবাসীদের বিভিন্ন দাবি পূরণ করতে চেষ্টা করবেন। মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু বলেন, ইউরোপীয়দের মধ্যে জাতীয়তাবোধ, কমিটমেন্ট, দেশপ্রেম অত্যান্ত বেশি। এদেশে আমরা বাস করি তাই এটা যেন আমাদের মধ্যে তৈরি হয়। সবার সঙ্গে সংযোগের মাধ্যমে, আমরা আমাদের জীবন উন্নত করি সর্বোপরি জাতীয় জীবনে কার্যকরী ভূমিকা পালন করি। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে।

Advertisement

আয়েবার উপদেষ্টা লুৎফর রহমান ও সহ-সভাপতি আহমেদ ফিরোজের পরিচালনায় বক্তব্য দেন, সহ-সভাপতি ড.ফরহাদ আলী খান (সুইডেন) ড. জিন্নুরাইন জাইগিদার (আয়্যারল্যান্ড) ফকরুল আকম সেলিম (ফ্রান্স) যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, মাইনুল ইসলাম নাসিম (ইতালি) শরীফ আল মোমিন (ফ্রান্স) তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

মনির আহমেদ (লন্ডন) ব্যবসা ও অর্থনৈতিক বিষয়ক সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ (ফ্রান্স) জনসংযোগ বিষয়ক সম্পাদক কামাল মিয়া (ফ্রান্স) কামরুল হাসান (কামরুল, গ্রিস) যুব বিষয়ক সম্পাদক, শাহীনুল ইসলাম তালুকদার সহ-ট্রেজারার (গ্রিস) সদস্য আজহার কবির বাবু (চেক রিপুবলিকা) মাহানিল ইসলাম মিন্টু (স্পেন) হাসান মাহমুদ (ইতালি) ইকরাম ফরাজী (ইতালি) ইমরান খান মুরাদ (সুইজারল্যান্ড) তারেক আহমেদ (লাটভিয়া) অন্যদের মধ্যে কাতানিয়া কমিউনিটির জাকির হোসেন, সোনিয়া নওয়াব, মোল্লা সেলিম, নওয়াব সৌজন্যসহ আরো অনেকে।

স্থানীয় প্রশাসনের মধ্যে ইতালিয়ান প্যারা-মিলিটারি (ক্যারাবিনিয়েরি), স্টেইট পুলিশ (কস্তুরা), স্থানীয় সরকার প্রশাসন (প্রেফেত্তুরা), মিউনিসিপ্যাল প্রশাসন (কমুনে), ট্রাফিক পুলিশ (ভিজিলে), পুলিশ ইনভেস্টিগেশন অ্যান্ড স্পেশাল অপারেশন ডিভিশন (দিগোস) এবং সিসিলি বিভাগীয় প্রশাসন (রিজিওনে সিসিলিয়া) ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়েবার কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়।

এমআরএম/পিআর

Advertisement