রাজনীতি

এরশাদের ক্ষমতার কোনো লোভ নেই : রাঙ্গা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ ক্ষমতা লোভী হলে সরকারের অংশীদারিত্ব নিতেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

Advertisement

রোববার (২৭ জানুয়ারি) রাজধানীর শ্যামপুর বালুর মাঠে শ্যামপুর-কদমতলী থানা জাপা আয়োজিত এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রাঙ্গা বলেন, ‘এরশাদের কোনো ক্ষমতার লোভ নেই। উনি ক্ষমতা লোভী হলে ৯৬ সালে বিএনপির প্রস্তাব মেনে সরকার গঠন করতে পারতেন। এবারও বিরোধীদলে না গিয়ে সরকারের অংশীদারিত্ব নিতে পারতেন।’

তিনি বলেন, ‘উনি জাপাকে সত্যিকারের বিরোধীদল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। যাতে সরকার জনবিরোধী কোনো কর্মকাণ্ড করলে তার সমালোচনা করতে পারেন।’

Advertisement

সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, ‘ড. কামাল হোসেন সংবিধান রচনা করলেও ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে লিপিবদ্ধ করেননি। তখন ভারত ও রাশিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ধর্মনিরপেক্ষতা রাখা হয়েছিল। এরশাদ রাষ্ট্রক্ষমতায় এসে ৮৫ ভাগ মুসলমানের এ দেশকে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘আজকে এরশাদের জন্য শুধু আমরা নই দলমত নির্বিশেষে সব ধর্মের উপাসনালয়ে দোয়া হচ্ছে। এরশাদকে সব ধর্মের মানুষই ভালোবাসে। এরশাদ সব উপাসনালয়ের বিদ্যুৎ পানির বিল মওফুক করেছিলেন। কারণ হিসেবে এরশাদ বলতেন মসজিদ, মন্দির ও গির্জার টাকা দিয়ে রাষ্ট্র চালাবো না।’

জাপা মহাসচিব বলেন, ‘যে মানুষটা ইসলাম ও দ্বীনের জন্য কিছু করার চেষ্টা করেছেন আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেশে ফিরিয়ে আনেন।’

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামপুর থানা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন, ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নূর হোসেন, ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন ভূঁইয়া, মাইনুদ্দিন চিশতী, ইব্রাহীম খলিল মারুফ, আলমগীর হোসেন মিজানুর রহমান, আজিজ আহমেদ, জাপা নেতা শেখ মাসুক রহমান, সারফুদ্দিন আহমেদ শিপু, কাউসার আহমেদ, মাহবুবুর রহমান খসরু প্রমুখ।

Advertisement

এইউএ/এএইচ/পিআর