অর্থনীতি

অনুমোদনহীন পণ্যের এলসি না খোলার নির্দেশ

স্থল শুল্ক স্টেশন দিয়ে অনুমোদিত পণ্য ছাড়া অন্য কোনো পণ্যের আমদানিতে লেটার অব ক্রেডিট (এলসি বা ঋণপত্র) না খোলার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

Advertisement

বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের শাখায় এ নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সম্প্রতি স্থল শুল্ক স্টেশন দিয়ে অনুমোদিত পণ্য তালিকার বাইরে বিভিন্ন পণ্য আমদানির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা অনভিপ্রেত। স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মোতাবেক উল্লিখিত অনুমোদিত পণ্য ব্যতীত অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্র না খোলার বিষয়ে ডিলার ব্যাংক শাখাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।’

এসআই/জেডএ/আরআইপি

Advertisement