সিলেটের কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।পরীক্ষার্থীর সংখ্যা: ২,৫৪৩ জন।পরীক্ষার ব্যাপ্তি: ১ ঘণ্টা ৩০ মিনিট।পদের নাম: উচ্চমান সহকারীপরীক্ষার স্থান: ব্লু বার্ড হাইস্কুল ও কলেজ, মীরের ময়দান, সুবিদ বাজার, সিলেট এবং পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, রিকাবীবাজার, সিলেট।পরীক্ষার তারিখ: ৪ সেপ্টেম্বর ২০১৫।সময়: সকাল ১০টা থেকে ১১টা ৩০মিনিট পর্যন্ত।পদের নাম: কম্পিউটার অপারেটরপরীক্ষার স্থান: শাহজালাল উপশহর হাইস্কুল, রোড নং-১৪, ব্লক-বি, উপশহর, সিলেট।পরীক্ষার তারিখ: ৪ সেপ্টেম্বর ২০১৫।সময়: সকাল ১০টা থেকে ১১টা ৩০মিনিট পর্যন্ত।পদের নাম: ক্যাশিয়ারপরীক্ষার স্থান: শাহজালাল উপশহর হাইস্কুল, রোড নং-১৪, ব্লক-বি, উপশহর, সিলেট।পরীক্ষার তারিখ: ৪ সেপ্টেম্বর ২০১৫।সময়: সকাল ১০টা থেকে ১১টা ৩০মিনিট পর্যন্ত।উল্লেখ্য:১ সেপ্টেম্বরের মধ্যে কোনো যোগ্য প্রার্থী প্রবেশপত্র না পেলে ডুপ্লিকেট প্রবেশপত্র গ্রহণের জন্য ১ কপি সত্যায়িত ছবি ও লিখিত আবেদনসহ ২-৩ সেপ্টেম্বরের মধ্যে সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে যোগাযোগ করতে হবে।যোগাযোগের ঠিকানা: জুয়েল আহমেদ, অতিরিক্ত কমিশনার ও সদস্য সচিব, বিভাগীয় নির্বাচন কমিটি, কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট।সূত্র: কালের কণ্ঠ, ২৫ আগস্ট ২০১৫# চট্টগ্রাম কাস্টমসের নিয়োগ পরীক্ষা স্থগিত# জনবল নেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ# আজকের চাকরি : ২৪ আগস্ট ২০১৫# বিইউবিটিতে ৫ পদে চাকরি# দীপ্ত টিভিতে ক্যারিয়ার গড়ার সুযোগএসইউ/এআরএস/পিআর
Advertisement