ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৮৯ নম্বর স্টলে ২০ টাকায় ডায়াবেটিস পরীক্ষা করা হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ৫০০ জন এখানে ডায়াবেটিস পরীক্ষা করাচ্ছেন।
Advertisement
রোববার (২৭ জানুয়ারি) স্টলের অ্যাকাউন্ট আদিপ্ত আল আমিন বলেন, ‘পাঁচটি মেশিন দিয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ডায়াবেটিস পরীক্ষা করা হচ্ছে। গত শুক্রবার ১ হাজার ১১৭ জন এবং শনিবার ৬৯১ জন ডায়াবেটিস পরীক্ষা করিয়েছেন। গড়ে প্রতিদিন প্রায় ৫০০ জন এ সেবা নিচ্ছে।’
তিনি বলেন, ‘ফার্মেসিতে এ পরীক্ষা করালে ৫০ থেকে ৬০ টাকা লাগে। আর হাসপাতালে করালে আরও অনেক বেশি নেয়। এ জন্য হয়তো ঘুরতে আসা দর্শনার্থীরা ঘুরার পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা করিয়ে নিচ্ছে।’
ডায়াবেটিসের পরীক্ষা প্রাপ্ত বয়স্করাই বেশি করাচ্ছেন। এ ছাড়াও শিশু থেকে শুরু করে বয়স্করাও পরীক্ষা করিয়ে নিচ্ছেন বলেও জানান আল আমিন।
Advertisement
আল আমিন বলেন, ‘স্বল্প মূল্যে এ সেবা দেয়ার উদ্দেশ্য হলো মানুষজন যেন ডায়াবেটিস সম্পর্কে সচেতন থাকেন। এ ছাড়া এ স্টলে ডায়াবেটিস পরীক্ষার যন্ত্রও বিক্রি করা হচ্ছে।’
পিডি/এনডিএস/আরআইপি