খেলাধুলা

প্লে’অফ পর্বের আগেই চলে যাবেন ডি ভিলিয়ার্স

বিপিএলের চলতি আসরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের অন্যতম শক্তির জায়গা তাদের প্রথম চার ব্যাটসম্যান। চার বিদেশি দিয়ে গড়া টপঅর্ডারের গুরুত্বপূর্ণ সদস্য দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ‘মি. ৩৬০ ডিগ্রি’ খ্যাত এবি ডি ভিলিয়ার্স।

Advertisement

রিলে রুশো, ক্রিস গেইল, অ্যালেক্স হেলসদের সঙ্গে ডি ভিলিয়ার্স মিলে দলকে বড় সংগ্রহ এনে দেবেন এমনটা পরিকল্পনা সাজিয়ে দল গড়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজি। কিন্তু আর মাত্র তিন ম্যাচের বেশি প্রোটিয়া সুপারস্টার ডি ভিলিয়ার্সকে পাবে না তারা।

এমনকি রংপুর রাইডার্স ফাইনালে গেলেও তাতে খেলতে পারবেন না এবি ডি ভিলিয়ার্স। এ প্রোটিয়া তারকা চলে যাবেন ফাইনালের (প্লে’অফ পর্ব শুরুর আগে) আগে, গ্রুপ পর্ব শেষ করেই। রংপুর রাইডার্স মিডিয়া ম্যানেজার আহসানুর রহমান মল্লিক রনি আজ দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্র্যাকটিসের সময় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রনি জানান, ‘ঢাকা পর্বে আমাদের শেষ ম্যাচটি খেলেই চলে যাবেন এ বি ডি ভিলিয়ার্স। এমনকি প্লে’অফ পর্বে কোয়ালিফায়ার বা এলিমিনেটর ম্য্যাচেও আমরা এবি ডি ভিলিয়ার্সকে পাব না। তিনি দেশে ফিরে যাবেন।’

Advertisement

গ্রুপ পর্বে এখনো ৩টি ম্যাচ বাকি রয়েছে রংপুরের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার ঢাকা ডায়নামাইটস এবং পরদিন রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকায় চলে আসবে রংপুর। পরে ২ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে লড়বে তারা।

রংপুরের হয়ে শুধু এ তিনটি ম্যাচেই খেলবেন ডি ভিলিয়ার্স। সুপার ফোর কিংবা প্লে’অফ পর্বের টিকিট পেলেও তাকে পাবে না রংপুর রাইডার্স।

এর আগে গত ১৭ জানুয়ারি প্রথমবারের মতো বিপিএল খেলতে বাংলাদেশে পা রাখেন ডি ভিলিয়ার্স। ১৯ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন তিনি। সে ম্যাচে ২টি করে চার-ছক্কার মারে ২১ বলে ৩৪ রান করেন তিনি।

এরপর ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইটানসের বিপক্ষে ১৮১ রান তাড়া করার ম্যাচে ৩ চার ও ৪ ছক্কার মারে ৪১ রান আসে ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। আর চট্টগ্রামে রংপুরের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১ রানে থামেন তিনি।

Advertisement

এআরবি/এসএএস/এমএস