আন্তর্জাতিক

কুম্ভ মেলায় পূণ্যস্নান করে দলের দায়িত্ব নেবেন প্রিয়াঙ্কা

আগামী ৪ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের এলাহাবাদে (প্রয়াগরাজ) কুম্ভ মেলায় পূণ্যস্নানের মাধ্যমের দলের দায়িত্ব গ্রহণ করবেন প্রিয়াঙ্গা গান্ধী। কংগ্রেসের এই নতুন সাধারণ সম্পাদক পূর্ব উত্তর প্রদেশে সংগঠনের কাজ দেখভাল করবেন।

Advertisement

সংবাদসংস্থা আইএএনএস জানিয়েছে, কুম্ভ মেলার পর্ব মিটিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি দলের দায়িত্ব নিতে চলেছেন প্রিয়াঙ্কা। একই সঙ্গে শোনা যাচ্ছে লখনৌতে ভাই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নিয়ে সাংবাদিক সম্মেলনও করবেন প্রিয়াঙ্কা।

আগামী ৪ ফেব্রুয়ারি মৌনি অমবস্যা। সেদিন-ই কুম্ভ মেলার দ্বিতীয় শাহী স্নান। ওইদিন প্রয়াগরাজে গিয়ে স্নান করবেন প্রিয়াঙ্কা। আর কোনোভাবে কর্মসূচি বাতিল হলে ১০ তারিখ পর্যন্ত অপেক্ষা করা হবে বলে দাবি সংবাদ সংস্থার। ১০ তারিখ বসন্ত পঞ্চমী। সেদিন তৃতীয় শাহী স্নান।

এ প্রসঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে চলা বোন প্রিয়াঙ্কা গান্ধীকে একযোগে কড়া আক্রমণ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisement

তিনি বলেন, প্রিয়াঙ্কা এর আগেও রাজনীতিতে ছিলেন। ২০১৪ সালে উত্তর প্রদেশে তিনিই কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছিলেন। সেবারও কংগ্রেস হেরেছিল, এবারও হারবে। প্রিয়াঙ্কার রাজনীতিতে প্রবেশের কোনো প্রভাব বিজেপির ওপর পড়বে না।

লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনও প্রিয়াঙ্কা রাজনীতিতে প্রবেশ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা একজন ভালো মানুষ। কিন্তু তার সক্রিয় রাজনীতিতে প্রবেশ থেকে বোঝা যায় রাহুল একা রাজনীতি করতে পারছেন না। তাই প্রিয়াঙ্কার সাহায্য চাইলেন। আমি কংগ্রেসের পারিবারিক রাজনীতি নিয়ে কোনো কথা বলব না। ওটা ওদের নিজেদের ব্যাপার। তবে আমি মনে করি যোগ্য মানুষকে রাজনীতিতে এগিয়ে দেয়াই শ্রেয়।’

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে পা রেখেছেন গত বুধবার। ওইদিন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি।

বিএ/এমএস

Advertisement