জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের নিয়মিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হয়।এতে সরকারের মোট ব্যয় হবে ৬ হাজার ৫৫৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে তিন হাজার ৯৪৭ কোটি, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৫৮ লাখ। আর প্রকল্প সহায়তা তহবিল থেকে দুই হাজার ৫৮৭ কোটি ৫২ লাখ টাকা ব্যয় করা হবে।জানা গেছে, ৫টি প্রকল্পের মধ্যে ১টি সংশোধিত। বাকি ৪টি নতুন প্রকল্প হিসেবে একনেক বৈঠকে তোলা হয়।
Advertisement
এসএ/আরএস/এআরএস/এমএস