আন্তর্জাতিক

ব্রাজিলে বাঁধ ধসে নিহতের সংখ্যা ৩৪, নিখোঁজ ৩০০

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে একটি বাঁধ ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। দমকল কর্মীরা শনিবার জানিয়েছেন, লোহার আকরিক খনির কাছে দেশটির সবচেয়ে বড় খনি কোম্পানি ভেলের নিয়ন্ত্রণে থাকা বাঁধটি ধসে পড়ায় কমপক্ষে ৩৪ জন প্রাণ হারিয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত প্রায় ৩শ জন নিখোঁজ রয়েছে।

Advertisement

মাইনাস গেরাইস রাজ্যের দমকল বিভাগ জানিয়েছে, শুক্রবার বাঁধ ভেঙে পড়ার পর কাদা-মাটির নিচ থেকে ২৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক বিবৃতিতে দমকল বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৩শ নিখোঁজ রয়েছে এবং তারা ৪৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

বাঁধ ধসে পড়ায় নিখোঁজ হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শ্রমিক। তারা বাঁধের কাছে একটি ক্যাফেটেরিয়াতে দুপুরের খাবার খাচ্ছিলেন। ওই ক্যাফেটেরিয়াও কাদা-মাটির নিচে চাপা পড়েছে। বাঁধ ধসে পড়ার পর একটি বাস, একটি ট্রেন, খনির কার্যালয় এবং আশেপাশের বাড়ি-ঘর মাটি চাপা পড়েছে। এসব স্থান থেকে লোকজনকে জীবিত উদ্ধারের আশায় কাজ করে যাচ্ছেন দমকল কর্মীরা।

নিখোঁজদের মধ্যে প্রায় ২শ জন বাসিন্দাই মাইনাস গেরাইস রাজ্যের ব্রুমাদিনহোর প্রত্যন্ত এলাকার বাসিন্দা। সেখানেই ভেলে খনি কোম্পানি অবস্থিত। নিখোঁজদের মধ্যে প্রায় দেড় শতাধিকই খনির কর্মী। শনিবার হেলিকপ্টারে করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো।

Advertisement

এক টুইট বার্তায় বোলসোনারো বলেন, হতাহতদের সহায়তায়, ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে, দুর্ঘটনা তদন্তে, বিচার নিশ্চিত করতে এবং ব্রাজিলিয়ানদের এ ধরনের দুর্ঘটনা থেকে বিরত রাখতে আমরা আমাদের ক্ষমতার প্রয়োগ করে সব কিছুই করব।

টিটিএন/এমএস