খেলাধুলা

বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ : বিশ্বাস ভিলিয়ার্সের

ওয়ানডে ক্রিকেটে বেশ কয়েকবছর ধরেই ভালো খেলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দ্বিপাক্ষিক সিরিজ বাদেও বহুজাতিক কিংবা আইসিসি আয়োজিত টুর্নামেন্টেও নিজেদের সরব উপস্থিতি জানান দেয় মাশরাফি বিন মর্তুজার দল। যে ধারাবাহিকতায় চলতি বছর হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপেও ভালো করবে বাংলাদেশ দল, এমনটাই প্রত্যাশা দেশের ক্রিকেট ভক্ত-সমর্থকদের।

Advertisement

তবে শুধু ভক্ত-সমর্থকরাই নয়, ভিন্ন ভিন্ন সময়ে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনার কথা বলেছেন অনেক নামীদামী তারকা ও ক্রিকেট বিশ্লেষকরাও। এবার সে তালিকায় যোগ হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ‘মি. ৩৬০ ডিগ্রি’ খ্যাত এবি ডি ভিলিয়ার্স। তিনিও বিশ্বাস করেন বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ।

রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন ডি ভিলিয়ার্স। শনিবার নিজ দলের ছুটির দিনে চট্টগ্রাম ক্লাবের টেনিস কোর্টে কথা বলেছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে। সেখানেই তিনি জানিয়েছেন বাংলাদেশ দলের ব্যাপারে নিজের মূল্যায়ন।

এবারের বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের কেমন দেখছেন জানতে চাওয়া হলে ভিলিয়ার্স বলেন, ‘নিশ্চিত করে বলতে পারব না। কারণ খুব কাছ থেকে তাদের বেশি সময় দেখা হয়নি। তবে দলটিতে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকরা অনেকদিন ধরেই খেলছে। তারা এখন দলকে জেতাতে পারছে। আসলে সবচেয়ে বড় কথা হলো মাঠের মাঝখানে গিয়ে আপনি পরিকল্পনা কাজে লাগাতে পারছেন কি-না। বাংলাদেশ আস্তে আস্তে ভালো দল হয়ে উঠছে এবং আমার বিশ্বাস বিশ্বকাপে তারা ভালো করবে।’

Advertisement

কথার ফাঁকে বাংলাদেশ দলের বিশ্বকাপ সম্ভাবনার ব্যাপারে তো কথা বলে ফেললেন ডি ভিলিয়ার্স। কিন্তু নিজ দেশ দক্ষিণ আফ্রিকার ব্যাপারে কী ভাবনা তার? প্রতিবার বিশ্বজয়ের আশা নিয়ে খেলতে গিয়ে হতাশায় শেষ করার ধারা কি ভাঙতে পারবে প্রোটিয়ারা? কী ভাবছেন ডি ভিলিয়ার্স?

শোনা যাক তার জবানীতেই, ‘দক্ষিণ আফ্রিকার এবারের দলটা বেশ ভালো। আসলে বিশ্বকাপে সবাই ভালো। সবারই সুযোগ থাকবে ট্রফি জেতার। আর আমিও কৌতূহল নিয়ে দেখব টুর্নামেন্টটা। কিছুদিন ধরে দক্ষিণ আফ্রিকা ভালো ক্রিকেট খেলছে। দলে দারুণ একটা ভারসাম্য তৈরি হয়েছে। আমি তো অবশ্যই আশা করে এবার দক্ষিণ আফ্রিকাই বিশ্বকাপ জিতবে।’

আন্তর্জাতিক ক্রিকেট সাইডে রেখে ফেরা যাক বিপিএলে। এবারই প্রথম বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে এসেছেন ডি ভিলিয়ার্স। কেমন উপভোগ করছেন এখানে?

উত্তরে ডি ভিলিয়ার্স বলেন, ‘খুবই ভালো লাগছে এখানে। চমৎকার একটা দলে ভালো কিছু বন্ধু পেয়েছি। টানা তিনটা ম্যাচও জিতলাম। সব মিলিয়ে দলটা দারুণ ছন্দে আছে। সবার অবস্থা ভালো। মাঠে অনেক দর্শক হচ্ছে দেখলাম। মানুষের খেলাটার প্রতি ভীষণ আগ্রহও আছে এখানে। সবমিলিয়ে খুবই উপভোগ করছি টুর্নামেন্টটা।’

Advertisement

এসময় বিপিএলকে আইপিএলের মানের সঙ্গে তুলনা দিতে ডি ভিলিয়ার্স আপত্তি প্রকাশ করলেও, বিশ্বের অন্যান্য টুর্নামেন্টের সঙ্গে সমানে টেক্কা দিতে পারবে বিপিএল এমনটাই জানান তিনি। এছাড়া সুযোগ পেলে আবারও বিপিএল খেলতে আসার আগ্রহও প্রকাশ করেন তিনি।

‘আইপিএলের মতো অতোটা ভালো বলবো না। খুব বেশিদিনও তো হয়নি বিপিএলের। আইপিএল ১১ বছর ধরে হচ্ছে, বিপিএলের এবার ষষ্ঠ আসর। কাজেই এটির বয়স এখনো খুব বেশি নয়। তবে বিশ্বের অন্যান্য টুর্নামেন্টের সঙ্গে বিপিএলের প্রতিদ্বন্দ্বিতা হতেই পারে। আমারও ইচ্ছা, আবার এখানে আসব’ - বলেন ডি ভিলিয়ার্স।

এসএএস/এমএস