সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের শেয়ারবাজারে সূচকের ওঠানামায় চলছে লেনদেন। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে। শুরুর পৌনে এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৮৭ কোটি টাকা। হ্রাস পেয়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্র।মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম পৌনে এক ঘণ্টায় সকাল ১১টা ১৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৭৯২ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস অপরিবর্তিত থেকে ১ হাজার ১৭৮ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৮২৯ পয়েন্টে অবস্থান করছে।ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৮৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৯৫টির দাম বেড়েছে, কমেছে ১০৮টির আর অপরিবর্তিত রয়েছে ৬২টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৮ পয়েন্ট কমে ৮ হাজার ৯৪৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসসি৫০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৭২ পয়েন্টে অবস্থান করছে। সিএসসি৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১২ হাজার ৪৩৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ৭০টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬ কোটি ৯৩ লাখ টাকা।এসআই/এআরএস/পিআর
Advertisement