বিনোদন

কী থাক‌ছে ধানম‌ন্ডির নতুন স্টার সি‌নে‌প্লে‌ক্সে

ধানমন্ডির সীমান্ত সম্ভারে (প্রাক্তন রাইফেলস স্কয়ার) চালু হলো মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। জমকা‌লো আ‌য়োজ‌নে শনিবার (২৬ জানুয়ারি) যাত্রা শুরু করলো নতুন এ সিনেপ্লেক্স।

Advertisement

রোববার (২৭ জানুয়া‌রি) থে‌কে দর্শকরা এ সি‌নে‌প্লে‌ক্সে সি‌নেমা উপ‌ভোগ কর‌তে পার‌বেন। কী থাক‌ছে এখা‌নে? স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, সর্বাধু‌নিক প্রযু‌ক্তির ব্যবহার হ‌য়ে‌ছে এ স্টার সি‌নে‌প্লেক্সে। বি‌শ্বের বড় বড় সি‌নে‌প্লেক্সগুলোর তুলনায় কো‌নো অং‌শে কম নয় এ‌টি।‌জানা গেল, সি‌নে‌প্লে‌ক্সটিতে থাক‌ছে ২৬০ আস‌নের তি‌ন‌টি হল। দি‌নে চার‌টি করে তিন হ‌লে মোট ১২টি শো চল‌বে। সি‌নে‌প্লে‌ক্সে ছ‌বি দেখ‌তে হ‌লে আ‌গে ধানম‌ন্ডি এলাকার মানুষ‌দের ছু‌টতে হ‌তো বসুন্ধরা সি‌নে‌প্লে‌ক্সে। টু‌ডি সি‌নেমার ‌টি‌কি‌টের মূল্য ৩০০ ও ৩৫০ ও থ্রি‌ডি সি‌নেমার টি‌কি‌টের মূল্য ৪০০ ও ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল আরও বলেন, ‌‘অব‌শে‌ষে আমরা রাজধানীর সীমান্ত সম্ভারে নতুন মাল্টিপ্লেক্স সিনেমা হল চালু করতে পারলাম। এর মধ্য দিয়ে দ্বিতীয় স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হলো। যা আমাদের পথচলায় নতুন মাত্রা যোগ কর‌লো।দর্শকদের ভালোবাসাই আমাদেরকে এ যাত্রায় অনুপ্রেরণা যুগিয়েছে। আমরা শুরু থেকেই দেশের দর্শকদের সিনেমা দেখার নতুন পরিবেশ উপহার দিতে চেয়েছি। তারই ধারাবাহিকতায় এগিয়ে চলছে আমাদের এই প্রয়াস। দর্শকদের ভালোবাসাকে সঙ্গী করে আমরা আরও অনেক দূর যেতে চাই।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছি‌লেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এছাড়া ঢাকাই সি‌নেমার নাম্বার ওয়ান নায়ক শা‌কিব খান, জন‌প্রিয় অ‌ভি‌নেত্রী জয়া আহসান, নির্মাতা ও অ‌ভি‌নেতা তৌকীর আহ‌মেদ, চয়‌নিকা চৌধুরী অ‌ভি‌নেত্রী বিপাশা হ‌ায়াত প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

স্টার সি‌নে‌প্লে‌ক্সের যাত্রা উপল‌ক্ষ্যে কে‌ক কে‌টে‌ছেন আমন্ত্রিত অ‌তি‌থিরা। এ সময় জাজ মা‌ল্টি‌মি‌ডিয়ার কর্ণধার আব্দুল আ‌জিজ, ভাবনা, সোহানা সাবা, নায়ক রোশান, শিমুল খানসহ শো-বিজ জগতের নায়ক-না‌য়িকা, নির্মাতা, কর্পোরেট ব্যক্তিত্ব, সংবাদমাধ্যমকর্মীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এমএ‌বি/আরএস