দেশজুড়ে

মাদারীপুরের মুক্তিযুদ্ধের সংগঠক ডা. টিপু আর নেই

মাদারীপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর একান্ত সহচর ডা. আ. লতিফ খান (টিপু) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার রাত ৯টার সময় বার্ধক্যজনিত কারণে জেলার শিবচর পৌরসভার নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। মুক্তিযুদ্ধের সময় এপ্রিল মাসে পাক হানাদার বাহিনী তাকে আটক করে যশোর ক্যান্টনমেন্টে দীর্ঘ আট মাস আটকে রাখে। এসময় তার ফাঁসির আদেশ হয়েছিলো বলে জানা যায়। তবে মিত্র বাহিনী যশোর ক্যান্টনমেন্ট মুক্ত করলে মুক্ত হন ডা. আ. লতিফ খান। ১৯৫২ এর ভাষা আন্দোলনের সময়ও তিনি মিডফোর্ড মেডিকেল কলেজে পড়ুয়া অবস্থায় ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। মাদারীপুরে সবার প্রিয় টিপু ডাক্তার নামে পরিচিত এই মানুষ ৬৯-এর গণ-অভ্যুত্থানের সময় থেকে মুক্তিযুদ্ধের পরও জেলার শিবচর উপজেলা আওয়ামী লীগ সভাপতিসহ জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তার মৃত্যুতে মাদারীপুর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ডা. আবদুল লতিফ খান (ওরফে টিপু ডাক্তার) সেনা বাহিনীর কর্মকর্তা ব্রিগিডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান খানের বাবা। মৃত্যুকালে তিনি চার ছেলে, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক হুইপ মাদারীপুর-১ (শিবচর) আসনের জাতীয় সংসদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন শোক প্রকাশ করেন। মঙ্গলবার বাদ জোহর শিবচর পৌর এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা এবং পরে খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের নিজ গ্রামের খানকান্দি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।  তার মৃত্যুতে মঙ্গলবার দুপুর ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত শিবচর পৌর বাজারের সকল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিবচর বাজার বণিক সমিতি।এ কে এম নাসিরুল হক/এমজেড/এমএস

Advertisement