খেলাধুলা

স্বর্ণ জয়ে হ্যাটট্রিক করলেন ফ্রেজার

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে আগের দিন পুরুষদের এককে ১০০ মিটারে স্বর্ণপদক পেয়েছেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। একদিন পরেই অনুমিত ভাবেই মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণপদক জিতেছেন স্বদেশি শেলি অ্যান ফ্রেজার প্রাইস। এর আগে বার্লিন এবং মস্কোতেও স্বর্ণপদক পেয়েছিলেন এই জ্যামাইকান। এবার বেইজিংয়ে জিতে টানা তৃতীয়বারের মতো বিশ্বের দ্রুততম মানবী হয়েছেন জ্যামাইকার এই স্প্রিন্টার। বেইজিংয়ের বার্ড নেস্ট স্টেডিয়ামে সোমবার ১০ দশমিক ৭৬ সেকেন্ডে দৌড় শেষ করেন ফ্রেজার। এই স্প্রিন্টের রৌপ্য জেতেন নেদারল্যান্ডসের স্প্রিন্টার ডাফনে স্কিপার্স। ১০ দশমিক ৮১ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। ১০ দশমিক ৮৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রের টরি বোয়ি। আরটি/আরএস/এমএস

Advertisement