চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তাইওয়ানে দু'টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি বছর প্রথমবারের মতো ওই যুদ্ধজাহাজ গুলো পাঠানো হয়েছে বলে জানিয়েছে তাইওয়ান সরকার।
Advertisement
তবে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ নতুন করে চীনের সঙ্গে উত্তেজনা আরও বাড়বে বলেই আশঙ্কা তৈরি হয়েছে। কারণ তাইওয়ানকে স্বীকৃতি দেয় না চীন। দেশটি নিজেদের মতো করে চললেও চীন তাদের নিয়ন্ত্রণ করতে চায়।
সাম্প্রতিক সময়ে তাইপেই এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই যুদ্ধজাহাজ পাঠিয়ে তাইওয়ানের প্রতি সমর্থন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার রাতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর দিক নির্দেশনায় এগিয়ে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ। তাদের যাত্রা নিয়ম মেনেই হয়েছে।
Advertisement
ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, সাগরপথে নিরাপত্তা নিশ্চিত করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তাইওয়ান। তবে এ বিষয়ে চীনা কর্তৃপক্ষের তরফ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।
টিটিএন/এমকেএইচ