আন্তর্জাতিক

শীত বাড়িয়ে দিয়েছে নায়াগ্রার রূপ

প্রচণ্ড শীতে জবুথবু সমগ্র ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ এশিয়ার বহুদেশ। অনেক স্থানেই তাপমাত্রা হিমাংকের নিচে নেমে গেছে। তুষারপাতে বিপর্যস্ত সেখানকার জনজীবন। পানি জমে হয়ে যাচ্ছে বরফ। তবে এই শীতই শোভা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে দিয়ে বয়ে চলা বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান নায়াগ্রা জলপ্রপাতের। সেখানে পানি জমে রূপ নিয়েছে বরফখণ্ডে। মায়াবী শুভ্র আর কৃষ্ণবর্ণের সম্মিলন ঘটেছে। কানাডা থেকে আর্কটিকের শীতল বাতাস এসে উত্তর অ্যামেরিকা অংশে জলপ্রপাতকে স্তব্ধ করে দিয়েছে।

Advertisement

মার্কিন আবহাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল, পূর্বাঞ্চলে তাপমাত্রা অনেক নীচে নেমে যাবে, সঙ্গে বইবে তীব্র শৈত্যপ্রবাহ। সেই পূর্বাভাসকে সত্য প্রমাণ করে ইতোমধ্যে গ্রেট লেক অঞ্চলে তাপমাত্রা নেমে হয়েছে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে মাঝে মাঝেই বইছে ঝড়ো হাওয়া।

কিন্তু এতে করেও বিখ্যাত এই জলপ্রপাত দেখেতে পর্যটকদের আগমন থেমে নেই। ভয়াবহ শীতকে উপেক্ষা করে তারা ঠিকই দলে দলে আসছেন জলপ্রপাতের অন্যরকম এই রূপ দেখতে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ছবিও পোস্ট করছেন।

Advertisement

এদিকে নায়াগ্রা অঞ্চলে যতই শীত পড়ুক না কেন, পুরো জলপ্রপাত কিন্তু বরফে পরিণত হয় না। কিছু কিছু অংশে বরফের স্তূপ জমে থাকলেও অনেক জায়গাতেই শুভ্র আর নীল পানি ঝরতে দেখা যায়।

ঠাণ্ডায় পর্যটকদের সাহসী পদক্ষেপ

বিশাল-বিস্তৃত এই জলপ্রপাত পর্যটকদের ছবি তোলার জনপ্রিয় স্থান। শীতে ভিন্নধরনের জলপ্রপাতের ছবি তুলতে তাই তাদের উৎসাহের কমতি থাকে না। এমা গ্র্যাফহ্যাম নামে এক পর্যটক মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে জানান, তার কাছে মনে হচ্ছিল তিনি ‘ফ্রোজেন’ মুভির ভেতর ঢুকে পড়েছেন।

সূত্র : ডয়েচে ভেলে

Advertisement

এমএমজেড/এমকেএইচ