১৯০ বছরে পা দিল ঐতিহ্যবাহী রাজশাহী কলেজিয়েট স্কুল। এ উপলক্ষে শুক্র ও শনিবার দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে উৎসব আয়োজক কমিটি।
Advertisement
সংবাদ সম্মেলনে স্কুলের প্রধান শিক্ষক ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ড. নূরজাহান বেগম বলেন, চার পর্বে সাজানো হয়েছে দুই দিনের অনুষ্ঠান। শুক্রবার সকালে প্রথম অধিবেশনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এরপর বের করা হবে বর্ণাঢ্য র্যালি।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন-রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। পরদিন শনিবার প্রথম অধিবেশনের প্রধান অতিথি থাকবেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএইচএম আব্দুল মোমেন।
আর সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন-রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। অনুষ্ঠান আনন্দঘন করতে দুইদিনই জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড-শো ও আতশবাজির ব্যবস্থা করা হয়েছে।
Advertisement
প্রসঙ্গত, ইংরেজি শিক্ষার প্রসারে লর্ড উইলিয়াম বেন্টিং ১৮২৮ সালে ‘বউলিয়া ইংলিশ স্কুল’ নামে স্কুলটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে উইলিয়াম অ্যাডাম ১৮৩৫ সালে স্কুলটি পরিদর্শনের পর সরকারের কাছে এর উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরলে পরের বছরের ২০ জুন স্কুলটিকে সরকারীকরণ করা হয়। ১৮৭৩ সালে বউলিয়া সরকারি ইংলিশ স্কুলের সঙ্গে মহাবিদ্যালয়ের দুটি শ্রেণি সংযোজিত হয় এবং তখন থেকেই এর নামকরণ হয় ‘রাজশাহী কলেজিয়েট স্কুল’।
ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম