ভারতের রাজধানী নয়াদিল্লির অদূরে গুরুগ্রাম নামক অঞ্চলে একটি চারতলা ভবন ধসে ৬ জন নিহত ও ভবনের ভেতরে আরও ১৪ জন আটকা পড়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় আনুমানিক ভোর ৫টায় গুরুগ্রামের এলাবাস এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
Advertisement
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভবন ধসের পর থেকে আটকাপড়া লোকজনকে বের করে আনতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। দমকল বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপের মধ্যে আটকাপড়া চার ব্যক্তির মরেদেহ উদ্ধার করেছেন।
ভবনের ভেতরে আরও অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে ও সঠিক অবস্থান বের করার চেষ্টা করছেন দমকল বাহিনীর সদস্যরা। উদ্ধারকারী দল বলছে, ভবনটি কী কারণে ধসে পড়লো তা এখনো জানা যায়নি। ভবনের চতুর্থ তলাটির নির্মাণ কাজ চলাকালীন এ ধসের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সবাই সেখানে ভবন নির্মাণ কাজের সঙ্গে জড়িত। উদ্ধারকারী দল বলছে, সেখানে নির্মাণ শ্রমিক ও ভাড়াটেসহ মোট ২০ জন ব্যক্তির বসবাস। দমকল বাহিনীর কর্মকর্তা ইশ্রাম সিং বলেন, ধেসে পড়া দালানের ধ্বংসাবেশেষ সড়াতে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। ভবনটির মালিককে খুঁজছে পুলিশ।
Advertisement
এসএ/এমকেএইচ