জাতীয়

কারওয়ান বাজারে দুইশ স্থাপনা অপসারণ

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখল করে রাখা ২০০টির অধিক অবৈধ স্থাপনা অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) কারওয়ান বাজার এলাকায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ফুটপাত দখল করে রাখা ২০০টির অধিক অবৈধ স্থাপনা অপসারণ ছাড়াও ভ্রাম্যমাণ আদালত চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার মাধ্যমে সর্বমোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে।

প্রতিষ্ঠান চারটি হচ্ছে- গ্রিন ল্যান্ড, সিয়াম ফার্নিচার, নিউ স্টার হার্ডওয়্যার ও তৃপ্তি হোটেল। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান।

Advertisement

এএস/এএইচ/পিআর