সব ধরনের ভয়-ভীতি ও চাপের উর্ধ্বে থেকে জনগণের সেবা করার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ প্রতিরোধসহ জেলা প্রশাসকদের ২৪টি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর কার্যালয়ের পুরাতন সংসদ ভবনের ‘শাপলা’ হলে তিন দিনের ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০১৪’ এ তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকাল ১০টায় এ সম্মেলনের উদ্বোধন করেছেন।নান প্রতিকূলতার মধ্যে শান্তিপূর্ণভাবে দশম জাতীয় সংসদ নির্বাচন অুনষ্ঠানে সহযোগিতা করায় জেলা প্রশাসকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বিশ্ব অর্থনৈতি মন্দা ও অভ্যন্তরীণ নান প্রতিকূলতার মধ্যে দেশের উন্নয়ন অব্যহৃত আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।এর আগে রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়া জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সমাপনী অনুষ্ঠান এবং ২০টি কার্য অধিবেশনসহ সম্মেলনে মোট ২৪টি অধিবেশন থাকবে।
Advertisement