দেশজুড়ে

জ্বীনের আছরে তিনদিনে ১৭ মাদ্রাসাছাত্রী অজ্ঞান

সিলেটের বিশ্বনাথে গত তিনদিনে কথিত জ্বীনের আছরে এক মাদ্রাসার ১৭ ছাত্রী অজ্ঞান হয়ে পড়ার খবর পাওয়া গেছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। সর্বশেষ সোমবার দুপুরে ওই মাদ্রাসার আট ছাত্রী অজ্ঞান হয়েছেন বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানান। বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে অজ্ঞান হওয়ার আতঙ্কে ভুগছেন বলে জানা যায়। এদিকে, এ অবস্থায় দুপুরে মাদ্রাসা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। জানা যায়, গত শনিবার হঠাৎ করে মাদ্রাসায় ক্লাস চলাকালে চারজন ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। রোববার একইভাবে আরো পাঁচ ছাত্রী ও সোমবার আটজন ছাত্রী এভাবে অজ্ঞান হয়ে পড়ে। এ অবস্থায় মাদ্রাসা কর্তৃপক্ষ দুপুরে মাদ্রাসাটি ছুটি ঘোষণা করেন। তবে কিছু সময় পর অজ্ঞান হওয়ায় ছাত্রীরা আবারো স্বাভাবিক হয়ে উঠে।মাদ্রাসা ছাত্র-ছাত্রী থাকলে গত তিনদিন ধরে শুধু মাদ্রাসার ছাত্রীরা অজ্ঞান হয়ে পড়ছেন। ধারণা করা হচ্ছে মাদ্রাসায় জ্বীনের আছর লেগেছে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে বলে জানা যায়।মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শরিফ খান বলেন, গত তিনদিন ধরে মাদ্রাসার ছাত্রীরা অজ্ঞান হয়ে পড়ছে। তবে এটা জ্বীনের কারণে হতে পারে বলে তিনি মনে করছেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক সাংবাদিকদের জানান, বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

Advertisement