দেশজুড়ে

বেপরোয়া ইঞ্জিনভ্যান কেড়ে নিল সুমাইয়ার প্রাণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি বাজারে একটি বেপরোয়া ইঞ্জিনভ্যানের ধাক্কায় সুমাইয়া খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া খাতুনকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুমাইয়া কাশিমাড়ি গ্রামের সোহরাব হোসেন তরফদারের মেয়ে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জাগো নিউজকে বলেন, কাশিমাড়ি বাজারে রাস্তার পাশে একটি দোকান থেকে মেয়েকে মিষ্টি কিনে দিচ্ছিলেন সোহরাব হোসেন। হঠাৎ দ্রুতগামী একটি ইঞ্জিনভ্যান শিশুটিকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হয় সুমাইয়া খাতুন। হাসপাতালে নেয়া হলে শিশুটি মারা যায়। শিশুটির পরিবার পরিবার কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Advertisement

আকরামুল ইসলাম/বিএ