ক্যাম্পাস

জবির প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু ১ মার্চ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তনের জন্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হতে যাচ্ছে আগামী ১ মার্চ থেকে। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। বুধবার বিশ্ববিদ্যালয়ের ৪৭তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Advertisement

পরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। রেজিস্ট্রেশনের ফি কত হবে তা পরে জানানো হবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, রেজিস্ট্রেশন ফি আড়াই হাজার টাকা হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির অনুমতি ও সময় পাওয়া সাপেক্ষে সমাবর্তনের সম্ভাব্য তারিখ হবে আগামী নভেম্বরে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা) এ সমাবর্তন হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন। সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিজ্ঞপ্তির মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jnu.ac.bd) যথাসময়ে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় হিসেবে ২০০৫ সালে যাত্রা শুরু হলেও গত ১৩ বছরেও সমাবর্তন হয়নি জগন্নাথে। এতে শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভ দেখা দেয়, যা মাঝে মাঝে আন্দোলনের রূপ নেয়। গত বছরের শেষের দিকেও সমাবর্তন করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সুফল বয়ে আনে। সমাবর্তনের জন্য গঠিত হয় কমিটি। এরপর আকাঙ্ক্ষিত সমাবর্তনের ঘোষণা দেয় কমিটি।

Advertisement

জেডএ/এমএস