তথ্যপ্রযুক্তি

হজযাত্রীদের জন্য এয়ারটেলের রোমিং রেট

বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড বাজারের সর্বনিম্ন রেটে তাদের আকর্ষণীয় হজ রোমিং অফার ঘোষণা করেছে। সাশ্রয়ী এবং সহজ আন্তর্জাতিক রোমিং সেবা আনার ক্ষেত্রে তাদের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এয়ারটেল এই অফারটি নিয়ে এসেছে।এয়ারটেলের সেরা অফারে হজযাত্রীরা পাবেন বাংলাদেশ ও সৌদী আরবের মধ্যে সবচেয়ে ভালো আন্তর্জাতিক রোমিং কলরেট। প্রতিবছর এক লাখেরও বেশি বাংলাদেশি পবিত্র হজ পালন করেন। হজ মুসলমানদের জন্য মক্কার উদ্দেশ্যে সর্বোচ্চ পবিত্র যাত্রা। অন্যান্য বছরের মতো এ বছরও এয়ারটেল বাজারের সেরা রেট নিয়ে এসেছে যেন হজযাত্রীদের এই ধর্মীয় ও পবিত্র যাত্রায় এয়ারটেল তাদের বিশ্বস্ত রোমিং সঙ্গী হতে পারে। সাশ্রয়ী এই হজ রোমিং অফারটিতে হজযাত্রীগণ ১৪ টাকায় প্রতি মিনিট রেটে রোমিং চলাকালীন বাংলাদেশ এবং সৌদি আরবের নম্বরসমূহে যোগাযোগ করতে পারবেন। ইনকামিং কলরেট থাকবে ১৬ টাকা প্রতি মিনিট ফ্ল্যাট। এর মাধ্যমে রোমাররা কলরেটের ক্ষেত্রে ৯৩ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এসএমএস রেট থাকবে ৫ টাকা যা স্বাভাবিক রেট থেকে ৮৫ শতাংশ কম। সবচেয়ে সাশ্রয়ী কল এবং এসএমএস রেটের পাশাপাশি এয়ারটেল ১০ পয়সা প্রতি কিলোবাইট রেটে সাশ্রয়ী ডাটা রোমিং এর সুবিধাও দিচ্ছে। হজযাত্রীরা এ সমস্ত সুবিধার পাশাপাশি আন্তর্জাতিক রোমিং সিকিউরিটি ডিপোজিটের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এই অফার যেকোনো আন্তর্জাতিক ক্রেডিট/ডেবিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং শুধুমাত্র ২০১৫ সালের হজ চলাকালীন প্রযোজ্য হবে। ২০১৫ সালের হজ চলাকালীন পোস্টপেইড গ্রাহকরা ৫০০০ টাকা আন্তর্জাতিক রোমিং সিকিউরিটি ডিপোজিটের মাধ্যমে এই সেবা উপভোগ করতে পারবেন। প্রি-পেইড রোমারগণ *১২১*৭৭৭# ডায়াল করার মাধ্যমে রিচার্জ করতে পারবেন, যা আপৎকালীন ব্যালান্সের প্রয়োজনের ক্ষেত্রে খুবই উপযোগী হবে। এই অফারের মাধ্যমে আমাদের হজযাত্রীরা বাজারের সেরা রেটে বাংলাদেশে তাদের নিকটজনদের সাথে যোগাযোগ রাখতে পারবেন।এসএ/একে/আরআইপি

Advertisement