পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানীর দুটি দল হচ্ছে খুলনা টাইটান্স এবং সিলেট সিক্সার্স। ইতিমধ্যে ৭টি ম্যাচ খেলেছে সিলেট সিক্সার্স। জিতেছে মাত্র ২টিতে। ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের ৬ষ্ঠ নম্বরে। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদের দল খুলনা টাইটান্স জিতেছে কেবল ১টিতে। ২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে সবার পেছনে, অর্থ্যাৎ ৭ নম্বরে।
Advertisement
আজ খুলনা জিততে পারলে নিজেদের টিকিয়ে রাখার শেষ সম্ভাবনা টিকে থাকবে তাদের। হারলে বিদায় প্রায় নিশ্চিত। অন্যদিকে সিলেট চাইবে অন্তত এই ম্যাচটি জিতে টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখার।
এমনই এক কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে দুই দলের অস্তিত্বের লড়াই। এমন ম্যাচে টস জিতেছে সিলেট সিক্সার্সের অধিনায়ক সোহেল তানভির। টস জিতে তিনি ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।
ডেভিড ওয়ার্নার চলে যাওয়ার পর সিলেটের এটাই প্রথম ম্যাচ। সবারই উন্মুখ হয়ে অপেক্ষার পালা, সিলেট নতুন অধিনায়ক হিসেবে কার কাঁধে দায়িত্ব তুলে দেয়। শেষ পর্যন্ত দেখা গেলো পাকিস্তানি পেসার সোহেল তানভিরের ওপরই দেয়া হয়েছে নতুন নেতৃত্বের দায়িত্ব। দলে ফেরানো হয়েছে নাসির হোসেনকে।
Advertisement
আইএইচএস/জেআইএম