দেশজুড়ে

কুমিল্লায় খেলা দেখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

কুমিল্লায় ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।সোমবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, গত শনিবার ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বড়ধুশিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বনাম শিদলাই আশরাফ উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলা ছিল। ওইদিন খেলার মাঠে যাওয়াকে কেন্দ্র করে বড়ধুশিয়া উচ্চ বিদ্যায়ের দশম শ্রেণির ছাত্র রিয়াদ ও ফয়সালের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে পরদিন রোববার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুনরায় উভয়ের মধ্যে মারামারি হয়। বিষয়টি সুরাহার জন্য সোমবার ওই স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটি ও দুই ছাত্রের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশি বৈঠক আহ্বান করা হয়। কিন্তু ওই বৈঠকের আগেই শ্রেণিকক্ষে দুই ছাত্রের মধ্যে আবারো মারামারির ঘটনা ঘটে। এতে উভয় ছাত্রের অভিভাবক ও স্থানীয় লোকজন স্কুল ক্যাম্পাসের বাইরে কুমিল্লা-মিরপুর সড়কের বড়ধুশিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্কুলছাত্র ফয়সালের বাবা আবদুল মান্নান, ভাতিজা শরিফুল ইসলাম এবং স্কুলছাত্র রিয়াদসহ উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে স্কুলছাত্র রিয়াদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহাম্মদ জানান, খেলা দেখাকে কেন্দ্র করে দুইছাত্রের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।  কামাল উদ্দিন/এআরএ/আরআইপি