‘জাতির বিকাশে পথিকৃৎ নারীদের ভূমিকা’ শীর্ষক ছাত্রীদের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Advertisement
জনউদ্যোগ গাইবান্ধার আয়োজনে বুধবার দিনব্যাপী এ প্রতিযোগিতায় সভাপতিত্বে করেন- রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আঃ মান্নান।
এতে উপস্থিত ছিলেন- পরিবেশ আন্দোলন গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী ও নারী নেত্রী অঞ্জলী রানী দেবী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদেরকে জাতীয় উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করা না গেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই স্কুলছাত্রীদেরকে পাঠ্যপুস্তকের পাশাপাশি যেসব মহীয়সী নারীরা জাতিকে এগিয়ে নিয়ে গেছেন তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে।
Advertisement
এ প্রতিযোগিতায় দেশের বরেণ্য নারী জাগরণের অগ্রদূতদের নিয়ে রেবেকা হাবিব উচ্চ বিদ্যালয়ের ১০ ছাত্রী বক্তব্য দেয়। অনুষ্ঠানে তিন শতাধিক ছাত্রী উপস্থিত ছিল।
এএম/জেআইএম