রাশিয়ার রাজধানী মস্কো। মস্কো শহরের অলিম্পিক স্টেডিয়ামের পাশে নির্মিত নয়নাভিরাম এক মসজিদ। যা মস্কো গ্র্যান্ড মসজিদ নামে সুপরিচিত। মসজিদটি রাশিয়ার অন্যতম সুন্দর এবং বড় মসজিদ হিসেবেও বিবেচিত। ৯ জানুয়ারি থেকে মসজিদটিতে দিন-রাত অবিরাম কুরআন তেলাওয়াত ও তা সম্প্রচারের ব্যবস্থা চালু করা হয়েছে।
Advertisement
মসজিদের ব্যবস্থাপনার কমিটির তত্ত্বাবধানে নির্ধারিত ক্বারীগণ ১ ঘণ্টা করে পালাক্রমে দিন-রাত ২৪ ঘণ্টা পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াত করেন। শুধুমাত্র নামাজ পড়াকালীন সময়ে বন্ধ থাকে এ তেলাওয়াত। মসজিদের নিজস্ব ওয়েবসাইট (https://mihrab.ru/) চ্যানেলে সরাসরি এ তেলাওয়াত সম্প্রচার করা হয়।
উল্লেখ্য যে, মস্কোর এ গ্র্যান্ড মসজিদটি ১৯০৪ সালে বিখ্যাত স্থাপত্য শিল্পী নিকোলাই ঝুকভের-এর নকশা অনুযায়ী নির্মাণ করা হয়। তারপর বেশ কয়েকবার মসজিদটির সংস্কার করা হয়। অবশেষে মূল মসজিদটি ভেঙে ২০১১ সালের ১১ সেপ্টেম্বর ১৯ হাজার বর্গমিটার জায়গাজুড়ে নির্মাণ শুরু হয়।
আরও পড়ুন > স্বাধীনতার পথে মুসলিম জনপদ ‘বাংসামোরো’
Advertisement
মসজিদটি নির্মাণ শেষে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ নেতৃস্থানীয় মুসলিম ব্যক্তিদের উপস্থিতিতে মস্কো গ্র্যান্ড মসজিদ উদ্বোধন করেন। মসজিদটিতে এক সঙ্গে ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে সক্ষম।
উল্লেখ্য যে, রাশিয়ায় মোট জনসংখ্যা প্রায় ১৫% মুসলিম বসবাস করে। আর শুধু মস্কোতেই রয়েছে ১৫ লাখ মুসলিমের বসবাস।
মস্কোর গ্র্যান্ড মসজিদের দিন-রাত অবিরাম কুরআন তেলাওয়াতের ব্যবস্থা গ্রহণ ও তা নিজস্ব ওয়েবসাইটে সম্প্রচার নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। যা মানুষকে কুরআনি জীবন-যাপনে আগ্রহী করে তুলবে।
এমএমএস/পিআর
Advertisement