দেশজুড়ে

ভৈরবে ক্লাসে প্রবেশ করে শিক্ষককে মারধর

ভৈরব এমপি পাইলট গার্লস হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক বিজয় চন্দ্র বর্মনকে ক্লাসের ভেতর প্রবেশ করে মারধর করে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। স্কুল পরিচালনা কমিটির সদস্য নিয়াজ মোরশেদ (আঙ্গুর) একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সামনে তাকে মারধর করেন। এ ঘটনায় স্কুলের শিক্ষক ও ছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাটি শিক্ষক ও ছাত্রীরা ভৈরব উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারকে অবহিত করেছেন বলে তিনি জানান। এদিকে ঘটনাটি মীমাংসা ও ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ঘটনার সত্যতা স্কুলের প্রধান শিক্ষক এম.এ মহিত জাগো নিউজের কাছে স্বীকার করেছেন। ঘটনাটি ভৈরবের বিভিন্ন স্কুলে শিক্ষকদের মধ্যে জানাজানি হলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্কুল পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব মো. হুমায়ুন কবির এর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে ভৈরব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন জাগো নিউজকে বলেন, ঘটনাটি আমি অবহিত হয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জাগো নিউজকে জানান, এ ঘটনাটি স্কুলের কয়েকজন শিক্ষক ও ছাত্রীরা আমাকে মৌখিকভাবে জানিয়েছে। তবে লিখিত অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, একজন শিক্ষককে স্কুলের ক্লাসে প্রবেশ করে লাঞ্ছিত করার অপরাধ ক্ষমা হতে পারে না। আসাদুজ্জামান ফারুক/এমজেড

Advertisement