রাজনীতি

স্থগিত প্রতিষ্ঠাবার্ষিকীর নতুন কর্মসূচি ছাত্রলীগের

স্থগিত হওয়া ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৬ থেকে ৩০ জানুয়ারি মধ্যে পৃথক তিন দিনে উদযাপন করা হবে। মঙ্গলবার নতুন এ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

Advertisement

সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩ জানুয়ারি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে অনুষ্ঠিতব্য চার দিনের কর্মসূচি স্থগিত করেছিল ছাত্রলীগ।

নতুন কর্মসূচি

Advertisement

২৬ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা করা হবে (ঢাকার অন্তর্গত সব ইউনিটের জন্য প্রযোজ্য)। দেশব্যাপী অন্য সব ইউনিটকে সুবিধাজনক সময়ে শোভাযাত্রা করার নির্দেশ দেয়া হয়েছে।

২৮ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলা’ সংলগ্ন বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হবে।

৩০ জানুয়ারি সকাল ১০ টায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। ওইদিন বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্বোপার্জিত স্বাধীনতা’ চত্বরে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।

এমএইচ/জেডএ/বিএ

Advertisement