আদালতে হাজিরা দিতে গেলে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলমকে ককটেল বিস্ফোরণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
Advertisement
মঙ্গলবার বিকেলে মীর শাহে আলমসহ দলীয় নেতাকর্মীরা বিস্ফোরক মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
আদালত সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর রাতে শিবগঞ্জ উপজেলার আটমূল এলাকায় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থী শরিফুল ইসলাম জিন্নার নির্বাচনী প্রচারণার মোটরসাইকেল বহরে ককটেল হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ছানাউল হক ছানা ওই রাতেই মীর শাহ আলমকে প্রধান আসামি করে ৩৪ জনের নামে থানায় মামলা করেন। মামলার আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আসামিরা মঙ্গলবার স্থায়ী জামিনের জন্য বগুড়া জেলা জজ আদালতে হাজির হয়েছিলেন।
Advertisement
বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাছেদ বলেন, মীর শাহে আলমসহ চার নেতাকর্মীর জামিন আবেদন শুনানি শেষে তা নাকচ করে জেলহাজতে পাঠানো হয়।
লিমন বাসার/এএম/এমএস