জাতীয়

কোরাম সংকটে স্থগিত সংসদীয় কমিটির বৈঠক

কোরাম সংকটের কারণে স্থগিত করা হয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৈঠকটি সোমবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এক তৃতীয়াংশ সদস্য উপস্থিত না হওয়ায় শেষ পর্যন্ত স্থগিত করা হয়।নির্দিষ্ট সময়ে সভাকক্ষে উপস্থিত হন কমিটির সভাপতি কর্ণেল (অব.) শওকত আলী। একই সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের কর্মকর্তা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কিন্তু যারা কমিটিতে আলোচনা করবেন সেই সদস্যরাই ছিলেন অনুপস্থিত।কমিটির একমাত্র সদস্য হিসেবে কুষ্টিয়া-৪ আসনের সরকার দলীয় এমপি আব্দুর রউফ সঙ্গ দেন সভাপতিকে। দু’জনে দীর্ঘ ৩০ মিনিট অপেক্ষা করেও অন্য সদস্যরা না আসায় বৈঠক স্থগিত করতে বাধ্য হন সভাপতি।বৈঠক প্রসঙ্গে সভাপতি কর্ণেল (অব.) শওকত আলী সাংবাদিকদের বলেন, কোরাম না হওয়ায় বৈঠক করা সম্ভব হয়নি। দশ জন সদস্যের ৩ জন অন্তত উপস্থিত থাকতে হয়। ছিলেন মাত্র আব্দুর রউফ। তাই বৈঠক স্থগিত করতে হয়েছে।কমিটির কার্য বিবরণী থেকে জানা যায়, ১৮তম এ বৈঠকে রাষ্ট্রীয় বাণিজ্যক ব্যাংক- সোনালী, অগ্রণী, জনতা ও রুপালী ব্যাংকের খেলাপি ঋণ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিলো।সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত ১০ সদস্যের সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছেন সভাপতি কর্ণেল (অব.) শওকত আলী, সদস্য মো. আব্দুল কুদ্দস, মজিবুর রহমান ফকির, মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইঞা, মো. হাবিবর রহমান, মো. নূরুল ইসলাম সুজন, আব্দুল ওদুদ, আব্দুর রউফ এবং অ্যাডভোকেট নাভানা আক্তার।কার্যপ্রনালী বিধি অনুযায়ী কমিটির পক্ষ থেকে কমিটি সচিব প্রত্যেক সদস্যকে বৈঠক সম্পর্কিত অবহিত পত্র পাঠান কমপক্ষে ১৫ দিন আগে। সব সদস্যের সম্মতিতে বৈঠকের দিন ও সময় নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী গণমাধ্যমে একটি প্রেসবিজ্ঞপ্তিও পাঠানো হয়। তারপরেও কমিটির আজকের বৈঠকৈ অনুপস্থিত ছিলেন সদস্যরা।এদিকে কমিটির সদস্যদের অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সভাপতি। তিনি বলেন, কি করবো অনেকক্ষণ অপেক্ষা করেও কোরাম হলো না। তাই বৈঠক বাতিল করলাম। এভাবে সময় দিয়ে সদস্যরা আসবেন না এটা ঠিক নয়। এইচএস/এসকেডি/আরআইপি

Advertisement