আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় আট প্রতিষ্ঠানকে আইএসও সনদ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
Advertisement
মঙ্গলবার (২২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান প্রতিনিধিদের কাছে সনদ হস্তান্তর করেন বিএসটিইয়ের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন।
এগুলোর মধ্যে সাত প্রতিষ্ঠানকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের উপর আইএসও ৯০০১:২০১৫ সনদ দেয়া হয়।
প্রতিষ্ঠানগুলো হলো-সিমিক্স কেমিক্যালস লিমিটেড, রতনপুর স্টিল রিরোলিং মিলস লিমিটেড (আরএসআরএম), মেসার্স ডেভেলপমেন্ট টেকনিক্যাল কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড, মেসার্স সুজন মেটাল ইন্ডাস্ট্রিজ, কেমিটো ইন্টারন্যাশনাল লিমিটেড, হার্বস ওয়ার্ল্ড লিমিটেড, ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেড।
Advertisement
এছাড়া, ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের উপর মেসার্স প্রাইম পুষ্টি লিমিটেডকে আইএসও ২২০০০:২০০৫ সনদ দেয়া হয়।
এ সময় বিএসটিআইয়ের মহাপরিচালক বলেন, ‘আইএসও সনদ গ্রহণ প্রমাণ করে পণ্যের মান এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আরও উন্নতির দিকে যাচ্ছি। যত বেশি ভালো প্রতিষ্ঠান গড়ে উঠবে দেশ তত বেশি উন্নত হবে। এভাবে সামগ্রিক ক্ষেত্রে উন্নয়ন করতে পারলে ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে যাওয়ার ভিশন পূর্ণ হবে।’
এমইউএইচ/এএইচ/এমএস
Advertisement