আইন-আদালত

বিশ্ব ইজতেমা নিয়ে রিটের পরবর্তী শুনানি ২৭ জানুয়ারি

তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমা নিয়ে রিটের পরবর্তী শুনানির জন্য ২৭ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

Advertisement

মঙ্গলবার (২২ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ধার্য করেন।

সরকারের পক্ষ থেকে বিবাদমান দুই পক্ষকে নিয়ে বুধবার বৈঠকে বসার বিষয়টি আদালতকে অবহিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। এরপর আদালত পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. ইউনুস মোল্লা। এ ছাড়া তার আইনজীবী অ্যাডভোকেট শাহ মো. নুরুল আমিনও শুনানি করেন।

Advertisement

এর আগে সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুস মোল্লা। রিট আবেদনে ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ তিনজনকে বিবাদী করা হয়েছে।

রিটে বাংলাদেশে তবলিগের কার্যক্রম শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে পাঁচ দফা নির্দেশনা দিয়ে গত ১৮ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র পুনর্বহাল চাওয়া হয়েছে। একইসঙ্গে ওই পরিপত্র স্থগিত করে একই বছরের ২৪ সেপ্টেম্বর জারি করা পৃথক পরিপত্র কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে আবেদন করা হয়েছে।

এফএইচ/এএইচ/আরআইপি

Advertisement