ওপার বাংলার প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ঢাকায় আসছেন বহুদিন পর। বাংলাদেশে এসে গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে যোগ দেবেন তিনি। এই উৎসবে থাকছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নির্দেশনা ও অভিনীত নাটক ‘ছারিগঙ্গা’।সংস্কৃতি মন্ত্রালয়ের সহায়তায় এই উৎসব আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। উদ্বোধনী দিন সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে ভারতের সংস্তব নাট্যগোষ্ঠি মঞ্চায়ন করবে ‘ছাড়িগঙ্গা’।পুরো উৎসবে থাকছে ১৮টি মঞ্চনাটক, ৮টি পথনাটক, ৮টি গানের দল, ৮টি আবৃত্তি দল, ৮টি নাচের দল ও ৮ জন একক শিল্পীর পরিবেশনা। নাট্যপ্রদর্শনী শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়। দুই বাংলার দুই নদী গঙ্গা ও যমুনার নামে ১৯৯৮ সাল থেকে কলকাতার অনীক নাট্যদল আয়োজন করছে গঙ্গা-যমুনা নাট্যোৎসব। ২০১২ সালে থেকে বাংলাদেশেও এই উৎসব হচ্ছে। দুই বাংলার সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করাই এর মূল্য লক্ষ্য।
Advertisement
উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন সত্যজিত রায়ের প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।এলএ/আরআইপি