জাতীয়

ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা

ওজন ও পরিমাপে কারচুপি, কাপড় পরিমাপে গজ কাঠির ব্যবহার ও নন-স্ট্যান্ডার্ড পরিমাপক যন্ত্র (কাঠের দাঁড়িপাল্লা) ব্যবহারের অপরাধে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিটিউশন (বিএসটিআই)।

Advertisement

‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ লঙ্ঘন করায় সোমবার গাজীপুর জেলার কোনাবাড়ি ও টঙ্গী এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিম এ মামলা করে।

অভিযুক্ত ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে গাজীপুর এলাকার মেসার্স বিউটি সুইটমিট, মেসার্স মুসলিম সুইট অ্যান্ড বেকারি এবং মেসার্স টাঙ্গাইল ভিআইপি সুইটস’র দই পণ্যের পাত্রে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় মামলা করা হয়।

এ ছাড়া টঙ্গী এলাকার দি টপটেন ও মেসার্স সাকিব ফেব্রিক্স কাপড়ের দৈর্ঘ্য পরিমাপে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার করায় এবং মেসার্স বিসমিল্লাহ কর্পোরেশন নন-স্ট্যান্ডার্ড পরিমাপক যন্ত্র (কাঠের দাঁড়িপাল্লা) ব্যবহার করায় মামলা করা হয়।

Advertisement

বিএসটিআই’র এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে পরিদর্শক মো. রাকিবুল আলম ও মো. বিল্লাল হোসেন অংশ নেন।

এমএএস/জেডএ/পিআর