জাতীয়

নারকেলে পানি নেই, আছে শুধু ইয়াবা!

কক্সবাজার থেকে শাহআমানত সেতু পার হয়ে চট্টগ্রাম মূল শহরে প্রবেশ করে ইউনিক পরিবহনের গাড়ি। ইয়াবা চালানকারীর অপরাধী মন হয়তো নিঃশ্বাস ফেলছিল হাঁফ ছেড়ে বাঁচার... যাক বাঁচা গেল! কিন্তু বেরসিক পুলিশ তার সেই নিশ্চিন্ত মনকে করে দিল উদ্বিগ্ন।

Advertisement

চট্টগ্রাম নগরের কোতোয়ালি জেলা পরিষদ মার্কেটের সামনে ইউনিক পরিবহনের ওই বাসটিতে (ঢাকা মেট্রো ব-১৪-৯১১১) তল্লাশি চালিয়ে আটক করা হয় বাসের যাত্রী রাকিব হোসেন বাবুকে (৩৫)। গোয়েন্দা পুলিশের দল উদ্ধার করে একটি নারকেল! ঘটনাটি গতকাল (২০ জানুয়ারি) মধ্যরাতের।

সেই রহস্যময় নারকেলের বর্ণনা শোনা হলো নগর গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগের পরিদর্শক শাহাদাত হোসেনের মুখে।

তিনি বলেন, ‘গোপন সূত্রে খবর ছিল ইয়াবা আসছে। ছোট চালানে। কিন্তু রাত পেরিয়ে গেলেও ট্রেস হচ্ছিল না। ইউনিক পরিবহনের বাসটি শহরের অন্যতম প্রবেশপথ শাহআমানত সেতু পেরিয়ে গেলও সন্দেহ থেকে যায় পুলিশের।’

Advertisement

‘কোতোয়ালি জেলা পরিষদ মার্কেটের সামনে বাসটিতে আবারও তল্লাশি চালানো হয়। এ সময় বাসযাত্রী রাকিব হোসেন বাবুর কাছ থেকে মেলে একটি নারকেল। রহস্যময় সেই নারকেল ভালোভাবে পরীক্ষা করতেই ভেতর থেকে বেরিয়ে এলো এক হাজার ৬৬৩ পিস ইয়াবা। বাবু একজন পেশাদার মাদক পাচারকারী,’- বলেন শাহাদাত হোসেন।

আবু আজাদ/জেডএ/এমএস/এসজি