জাতীয়

আবদুল বাতেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বিবৃতিতে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Advertisement

বিবৃতিতে তিনি মরহুম খন্দকার আবদুল বাতেনের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অপর এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও খন্দকার আবদুল বাতেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

আবদুল বাতেন সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Advertisement

আওয়ামী লীগ দফতর সম্পাদক ড. মো. আবদুস সোবহান মিয়া (গোলাপ) স্বাক্ষরিত বিবৃতিতে এ এ তথ্য জানানো হয়।

এফএইচএস/এমএআর/পিআর