জাতীয়

সৌহার্দ্যপূর্ণ সফরেই ভারত যাচ্ছি : পররাষ্ট্রমন্ত্রী

বিশেষ কোনো ইস্যু নিয়ে আলোচনা করতে নয় বরং সৌহার্দ্যপূর্ণ সফরে ভারত যাচ্ছি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

Advertisement

রোববার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘ভারত আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী। দেশটির সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক এবং সেটি অত্যন্ত উষ্ণ। সেই সম্পর্ক ধরে রাখতে এবং দিল্লির আমন্ত্রণে সাড়া দিতেই প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছি।’

দিল্লি সফরে তিস্তা বা রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হবে কি-না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলোচনায় বিভিন্ন বিষয় আসতে পারে। তবে এসবের কোনো কিছুই মুখ্য নয়, আমি যাচ্ছি সৌহার্দ্যপূর্ণ সফরে।’

Advertisement

উল্লেখ্য, ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের আমন্ত্রণে ৭ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন নতুন পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন। গত ৭ জানুয়ারি নব গঠিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এটাই হতে যাচ্ছে তার প্রথম বিদেশ সফর।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নিয়মিত আলোচনার ফোরাম জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে নেতৃত্ব দেবেন ড. মোমেন। এ ছাড়াও দেশটির শীর্ষ পর্যায়ে সৌজন্য এবং পরিচিতমূলক সাক্ষাৎ হতে পারে নতুন পররাষ্ট্রমন্ত্রীর।

জেপি/এএইচ/জেআইএম/এসজি

Advertisement